কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অস্ট্রেলিয়ার খনিগুলোতে ‘সাংঘাতিক ও পদ্ধতিগত’ যৌন হয়রানি

বিডি নিউজ ২৪ অস্ট্রেলিয়া প্রকাশিত: ২৩ জুন ২০২২, ১৭:২৪

সহকর্মীরা অন্তর্বাস টেনে ধরছেন, পদোন্নতির বিনিময়ে সেক্স করতে চাইছেন বস; অযাচিত নগ্ন ছবি, বাঁকা কথা বলা এবং শারীরিক আক্রমণ- পশ্চিম অস্ট্রেলিয়ার খনিগুলোতে নারীদের এমন সব অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে বলে রাজ্যটির পার্লামেন্টের এক তদন্তে বলা হয়েছে।


বৃহস্পতিবার জমা দেওয়া এ তদন্ত প্রতিবেদনে বড় বড় খনি কোম্পানি পরিচালিত সাইটগুলোতেও ব্যাপক যৌন হয়রানি চলছে বলে উঠে এসেছে, জানিয়েছে বিবিসি।


প্রতিবেদনে এ যৌন হয়রানিকে ‘সাংঘাতিক’ অ্যাখ্যা দিয়ে বলা হয়েছে, এসব হয়রানি ‘সাধারণত মেনে নেওয়া বা চেপে যাওয়া হতো’।


লৌহ আকরিক, তামা ও অন্যান্য খনিজ তুলতে পশ্চিম অস্ট্রেলিয়ার প্রত্যন্ত পিলবারা অঞ্চলে বড় বড় কার্যক্রম পরিচালনা করছে বিএইচপি ও রিও টিন্টোর মতো অস্ট্রেলিয়ার সম্পদশালী খনি কোম্পানিগুলো।


এজন্য প্রতি মৌসুমে হাজার হাজার শ্রমিক সেখানে উড়ে যায়, তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয় গ্রামীণ-শিবির ধরনের আবাসনের।


সমালোচকরা অনেক দিন ধরেই সেসব আবাসনগুলোতে ব্যাপক মদ্যপান, পুরুষশাসিত সংস্কৃতি বিকাশের সুযোগ দেওয়া নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিলেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও