কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা সংক্রমণ আবার বাড়ছে কেন

প্রথম আলো আব্দুল কাইয়ুম প্রকাশিত: ২৩ জুন ২০২২, ১৪:২৩

সম্প্রতি দেশে করোনা সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। আমরা ভাবছিলাম সংক্রমণ বোধ হয় অন্তত আমাদের দেশে মোটামুটি নিয়ন্ত্রণে এনে ফেলেছি। অনেক দিন ধরে সংক্রমণের হার ১ শতাংশের নিচে ছিল। মৃত্যুহারও বেশ কিছুদিন একটানা শূন্যের কোঠায়। কিন্তু আবার সংক্রমণ বাড়তে শুরু করায় সবাই বেশ সচকিত। সংক্রমণের হার এখন তো ১৩ শতাংশের ওপরে। দু–একজনের মৃত্যুও হচ্ছে। এটা ভয়ের ব্যাপার।


এ বিষয়ে দেশের টিকা বিশেষজ্ঞ ডা. তাজুল ইসলাম এ বারির সঙ্গে কথা বলি। তিনি বিশেষভাবে কোভিড–১৯ নিয়ে কাজ করছেন। তাঁর কাছে জানতে চাইলাম, আমাদের দেশে কেন আবার করোনার সংক্রমণ বাড়ছে। তিনি বললেন, আসলে বিশ্বের বিভিন্ন দেশে এ রকম ঘটছে। যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ আফ্রিকা, ইউরোপের বিভিন্ন দেশ এবং ভারতসহ অনেক দেশেই এ রকম দেখা গেছে। একবার কমে, এরপর আবার বাড়ে। আমাদের দেশেও কিছুদিন সংক্রমণ কম থাকার পর এখন বাড়ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও