You have reached your daily news limit

Please log in to continue


বলিউডের সানি দেওলের নায়িকা টলিউডের তনুশ্রী

রাইমা সেন, পাওলি দাম ও স্বস্তিকা মুখোপাধ্যায়দের পর এবার বলিউডে নাম লেখাচ্ছেন তনুশ্রী চক্রবর্তী। বলিউডে তিনি জুটি বাঁধছেন সানি দেওলের সঙ্গে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, হিন্দি ভাষার এ সিনেমায় সানির স্ত্রীর চরিত্রে দেখা যাবে তনুশ্রীকে। সানি মানেই ‘অ্যাকশন’! এই সিনেমার ক্ষেত্রেও তার ব্যত্যয় হবে না। শুধু নায়ক নন, পর্দায় অ্যাকশন করতে দেখা যাবে নায়িকা তনুশ্রীকেও। জোধপুর, উদয়পুরে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। শুটিং প্রায় শেষের দিকে।

এ বিষয়ে কলকাতার গণমাধ্যমের সঙ্গেও মুখ খোলেননি তনুশ্রী।  রহস্য রেখে তনুশ্রী বলেন—‘এই বিষয়ে কোনো কথা বলতে পারব না।’

২০১০ সালে ‘বন্ধু এসো তুমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তনুশ্রী। এরপর ‘খাদ’, ‘বুনো হাঁস’, ‘অভিশপ্ত নাইটি’, ‘কয়েকটি মেয়ের গল্প’, বেডরুম’-এর মতো অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন