You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশ থেকে আরও ২৪১৫ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন

চলতি বছরের হজ মৌসুমে বাংলাদেশের জন্য ২ হাজার ৪১৫টি হজ কোটা বাড়িয়েছে সৌদি আরব। ফলে এ বছর বাংলাদেশ থেকে আরও ২ হাজার ৪১৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।

হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন আজ বৃহস্পতিবার প্রথম আলোকে এ তথ্য জানান।

করোনা মহামারির কারণে গত দুই বছর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও কেউ হজে যেতে পারেননি। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় চলতি বছর বিভিন্ন দেশ থেকে ১০ লাখ মুসল্লিকে হজ পালনের অনুমতি দেয় সৌদি কর্তৃপক্ষ।

আগের কোটা অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন মুসল্লি পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন মুসল্লি পবিত্র হজে যেতে পারবেন।

এখন কোটা বাড়ানোয় বাংলাদেশ থেকে আরও ২ হাজার ৪১৫ জন পবিত্র হজ করার সুযোগ পাবেন।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২১ জুন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ২৮ হাজার ৩০৯ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৩৮৫ জন। বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৪ হাজার ৯২৪ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন