You have reached your daily news limit

Please log in to continue


কোথায় পালাবে বলো রূপবান

পিপলু আর খান, মেজবাউর রহমান সুমন ও আবরার আতহার—এ সময়ের আলোচিত তিন নির্মাতা। তিন পরিচালক পরিচিত তাঁদের ভিন্ন ভিন্ন ঘরানার কাজের জন্য। নতুন অ্যান্থলজি ছবি এই মুহূর্তে দিয়ে এক হচ্ছেন তাঁরা। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির নতুন সিনেমা এই মুহূর্তে। সিটি ব্যাংক নিবেদিত চরকি অরিজিনাল অ্যান্থলজি সিনেমাটি ২৩ জুন রাত ৮টায় চরকির পর্দায় দেখা যাবে।

রাজার আদেশে ১২ দিনের শিশু কোলে বনবাসে যেতে হয়েছিল লোকগাথার রূপবানকে। এই সময়ের রূপবান অবশ্য সেই রূপবান থেকে ভীষণভাবে আলাদা। তবে তার কোলেও রয়েছে একটি শিশু। যে শিশুকে সে রাজার আদেশে নয় বরং স্বেচ্ছায় এই কংক্রিটের বনে বয়ে চলেছে। এই রূপবান লোকগাথার রূপবান থেকে আলাদা হয়েও কোথায় যেন একই রয়ে গেছে। কারণ, দুই রূপবানই হয়তো এক নারীর অস্তিত্বের লড়াই।
‘কোথায় পালাবে বলো রূপবান’-এর গল্পটা যেন আমাদেরই চারপাশের চেনা ঘটনা। যা আমরা হরহামেশাই দেখি। কোথায় পালাবে বলো রূপবান সিনেমায় এই সময়ের এক নারীর লড়াই দেখিয়েছেন পরিচালক মেজবাউর রহমান সুমন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন