![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-06%252F33bf4261-f9c9-487d-a080-30c0f16ff4a9%252FBichitra.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
হাতে ভর দিয়ে যোগাসনে টানা ২৯ মিনিট
প্রথম আলো
প্রকাশিত: ২৩ জুন ২০২২, ১১:০৯
একটি বিশেষ আসনে যোগব্যায়াম করে বিশ্ব রেকর্ডের খাতায় নাম তুলেছেন ইয়াশ মোরাদিয়া। এ জন্য টানা ২৯ মিনিটের বেশি তিনি হাতে ভর দিয়ে ছিলেন। পেয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি। ঘটনাটি দুবাইয়ের।
ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই) গত মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়াশ জন্মগতভাবে ভারতীয়। তবে বসবাস করেন দুবাইয়ে। ২১ বছর বয়সী ইয়াশ পেশায় যোগব্যায়ামের শিক্ষক। দুবাইয়ে তিনি বিশ্ব রেকর্ড গড়ার জন্য বিশেষ একটি আসনে যোগব্যায়ামে অংশ নেন। ওই আসন স্করপিয়ন পোজ (বৃশ্চিক আসন) নামে পরিচিত। এতে দুই হাতে ভর দিয়ে, দুই পা ভাঁজ করে থাকতে হয়। আসনটি করার সময় দেখতে অনেকটা বৃশ্চিকের মতো লাগে বলে এটির এমন নাম দেওয়া হয়েছে।