কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি ৭% ব্যয় বাড়ছে ৪৩ শতাংশ

শেয়ার বিজ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্রকাশিত: ২৩ জুন ২০২২, ০৯:৪৬

আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম ঊর্ধ্বমুখী থাকায় কমিয়ে দেয়া হয়েছে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি। ফলে বসিয়ে রাখা হয়েছে তিন হাজার মেগাওয়াট সক্ষমতার গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। তবে চাহিদা মেটাতে তেলচালিত কেন্দ্রগুলোয় বিদ্যুৎ উৎপাদন অনেকটা বাড়াতে হয়েছে। যদিও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে চলেছে।


দেশেও বাড়ানো হয়েছে ডিজেল ও ফার্নেস অয়েলের দাম। পাশাপাশি কয়লার মূল্যও বাড়ানো হয়েছে। এ কারণে বড় ধরনের ঘাটতিতে পড়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।


চলতি অর্থবছর দেশে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে প্রায় সাত শতাংশ। তবে উৎপাদন ব্যয় বেড়ে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। আগামী অর্থবছর তা আরও বাড়বে বলে শঙ্কা করছে পিডিবি। সংস্থাটির হিসাবে, শেষ হতে যাওয়া অর্থবছরে বিদ্যুৎ উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে প্রায় ৪৩ শতাংশ। তবে এ খাতে সরকার ভর্তুকি দেয়া বন্ধ রেখেছে। পাশাপাশি বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও