You have reached your daily news limit

Please log in to continue


ঈদের পর এসএসসি পরীক্ষা, পেছাবে এইচএসসিও

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হয়ে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের দাখিল পরীক্ষা ঈদুল আজহার পর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

আজ বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এসব কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, এসএসসি পরীক্ষা শুরু হতে দেরি হওয়ার কারণে চলতি বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের আলিম পরীক্ষাও পিছিয়ে যেতে পারে। 

করোনাভাইরাস মহামারির কারণে চলতি বছর ৪ মাস পিছিয়ে যায় এসএসসি পরীক্ষা। এরপর গত ১৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং মনে হচ্ছে ঈদুল আজহার পর পরীক্ষা নিতে পারব।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন