বন্যা : শঙ্কা-সম্ভাবনার খাসকথা

দৈনিক আমাদের সময় মোস্তফা কামাল প্রকাশিত: ২২ জুন ২০২২, ১৬:১৬

শুনতে খারাপ লাগলেও বন্যা নিয়ে সার কথা বলে ফেলেছেন প্রধানমন্ত্রী। সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতির কিঞ্চিত উন্নতিতে সন্তুষ্ট না হয়ে দেশে আরও বন্যা মোকাবিলায় প্রস্তুত থাকতে বলেছেন। সংশ্লিষ্টদের দিয়েছেন এ সংক্রান্ত কিছু নির্দেশও। এ নিয়ে নানা কথা হতে পারে। ট্রল হলেও রোখার উপায় নেই। অপ্রিয় সত্যটাই বলেছেন প্রধানমন্ত্রী। সামনে বন্যার আরও শঙ্কা রয়েছে জানিয়ে সতর্কতার পাশাপাশি মোকাবিলার একটি বার্তা তিনি দিয়েছেন।


মন্দের ভালো খবর হচ্ছে, সিলেট লাগুয়া আসাম তছনছ করা বন্যার পানি সিলেটে ওইভাবে ঢোকেনি। সিলেট লেপ্টে দেওয়া পানির বেশিরভাগই মেঘালয় থেকে আসা। আসামের পানি ঢুকলে সিলেট-সুনামগঞ্জের সঙ্গে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, শেরপুর, নেত্রকোনার পরিস্থিতি আরও করুণ হতে পারত। এখনো তা হয়নি বলে সামনে যে হবে না, সেই গ্যারান্টি নেই। বরং সেই শঙ্কাই বেশি। শঙ্কাকে আমলে রাখা ভবিষ্যতের জন্য মঙ্গলকর। প্রধানমন্ত্রীর এ শঙ্কা সংশ্লিষ্টদের মধ্যে আবেদন তৈরির ওপর নির্ভর করছে এর সম্ভাবনা তথা কার্যকারিতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও