বন্দুক নিয়ন্ত্রণ আইনের পথে এগোচ্ছে মার্কিন সেনেট
যু্ক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের দ্বিদলীয় একটি গ্রুপ কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো উল্লেখযোগ্য একটি বন্দুক নিয়ন্ত্রণ আইন প্রস্তাব করেছে।
তাদের উত্থাপিত বিলের ওপর চলতি সপ্তাহে মার্কিন সেনেটে ভোটাভুটি হতে পারে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
পরপর দু’টি নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ বহু মানুষ নিহত হওয়ার পর বন্দুক সহিংসতায় নিমজ্জিত মার্কিন সমাজে বন্দুক নিয়ন্ত্রণ আইনের জোরালো দাবি উঠেছে।
ওই ৮০ পাতার বিলটিতে যেসব বিধানের প্রস্তাব করা হয়েছে তাতে ‘যাদের নিজেদের ও অন্যদের জন্য বিপজ্জনক বলে মনে করা হয়’ তাদের হাতে বন্দুক যাওয়া বন্ধ করতে পারবে অঙ্গরাজ্যগুলো, এর পাশাপাশি অবিবাহিত অন্তরঙ্গ অংশীদারদের সঙ্গে সহিংস আচরণের জন্য অভিযুক্তদের কাছেও বন্দুক বিক্রি বন্ধ করা যাবে।
নিউ ইয়র্কের একটি মুদির দোকানে এবং টেক্সাসের একটি এলিমেন্টারি স্কুলে কিশোর বয়সীদের ঘটানো নির্বিচার গুলিবর্ষণের পর প্রস্তাবিত এ আইনে অঙ্গরাজ্যগুলো বন্দুক কেনার জন্য জাতীয় ব্যাকগ্রাউন্ড চেক সিস্টেমে কিশোর বয়সের রেকর্ড সরবরাহের অনুমোদন দিতে পারবে।
আইনপ্রণেতারা জানিয়েছেন, মঙ্গলবার রাতেই সেনেট এ বিষয়ে তাদের প্রথম পদ্ধতিগত ভোট গ্রহণ করতে পারে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিয়ন্ত্রণ
- বন্দুক