বিষাক্ত পোকামাকড় ও প্রাণী থেকে বাঁচতে

www.ajkerpatrika.com প্রকাশিত: ২২ জুন ২০২২, ০৯:২৭

বিষাক্ত পোকামাকড় ও প্রাণী থেকে বাঁচতে
বন্যাদুর্গত এলাকায় স্বাস্থ্য ও নিরাপত্তাজনিত ঝুঁকি ছাড়াও মশা, বিষাক্ত পোকামাকড়, সাপ ইত্যাদির উপদ্রব দেখা দেয়। বন্যায় সাপের মতো প্রাণীরাও ঘর হারায়; ফলে তারা খাবার ও থাকার জায়গা নিশ্চিত করতে বাসাবাড়ির আশপাশে এবং ধ্বংসস্তূপের নিচে আশ্রয় নেয়। বিশেষ করে পচা কাঠ, ভাঙা টিন, জমিয়ে রাখা বেড়া ও খড়কুটো সাপের নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে এ সময়। এ সময় বিভিন্ন পোকামাকড় ও বিষাক্ত প্রাণী থেকে রক্ষা পেতে কিছু সাবধানতা অবলম্বন করা জরুরি।



মশা থেকে বাঁচতে



এ সময় মশার উপদ্রব বাড়বে—এটাই স্বাভাবিক। তাই ঘরের পরিচ্ছন্নতার দিকে মনোযোগ দিতে হবে।
 মশারি টাঙিয়ে ঘুমাতে হবে।
 সম্ভব হলে কয়েল বা অ্যারোসল ব্যবহার করতে হবে। বারান্দায় গাছের টব থাকলে তাতে পানি জমতে দেওয়া যাবে না।
 প্রতিদিন স্যাভলন দিয়ে ঘর মুছতে হবে এবং সপ্তাহে এক দিন ব্লিচিং পাউডার ছড়িয়ে স্নানঘর পরিষ্কার করতে হবে।
মাকড়সা থেকে বাঁচতে

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও