বন্যার্তদের মাঝে জাকের পার্টির ত্রাণ বিতরণ

বাংলা ট্রিবিউন সিলেট জেলা প্রকাশিত: ২২ জুন ২০২২, ০৮:৫০

সিলেটে বন্যাকবলিত জৈন্তাপুরের বীরাখাই গ্রামে ত্রাণ বিতরণ করেছে জাকের পার্টি। পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল সিলেটের গহীন পানিতে আশ্রয়হীন অসহায় বানভাসি মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দারকে পাঠান।


জাকের পার্টি পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 



জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব সিলেট জেলা ও মহানগর নেতাদের সঙ্গে নিয়ে দিনব্যাপী কখনও হাঁটু, কখনও কোমর, কখনওবা  বুক সমান পানি অতিক্রম করে আটকে পড়া বানভাসি নারী, পুরুষ, শিশু কিশোরদের হাতে রান্না করা খাবার, বোতলজাত পানি ও খাবার স্যালাইন তুলে দেন। একইসঙ্গে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গিয়ে বন্যার্তদের হাতে খাবার সহায়তা তুলে দেন।



ত্রাণ সহায়তা বিতরণকালে জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বানভাসি মানুষকে দৃঢ় মনোবল ও আত্মবিশ্বাস ধরে রেখে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও