রওশন এরশাদকে দেখতে থাইল্যান্ড যাচ্ছেন জাপা চেয়ারম্যান
চিকিৎসাধীন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে দেখতে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল। আগামী বৃহস্পতিবার (২৩ জুন) তাদের ব্যাংককে যাওয়ার কথা রয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যানের সফরসঙ্গী এবং দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ঢাকা পোস্টকে বলেন, ২৩ জুন আমাদের ব্যাংককে যাওয়ার কথা রয়েছে। সেখানে আমরা চিকিৎসাধীন রওশন এরশাদকে দেখতে যাব।
জাপার একটি সূত্র জানায়, দীর্ঘ ৮ মাসের বেশি সময় ব্যাংককে চিকিৎসাধীন রয়েছেন রওশন এরশাদ। এ সময়ে তার খুব একটা খোঁজ-খবর নেননি জিএম কাদের। এ কারণে রওশন এরশাদের সঙ্গে জিএম কাদেরের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। তাছাড়া সামনে সংসদ নির্বাচনও। সবকিছু মিলিয়ে সম্পর্কের উন্নয়নে ব্যাংককে রওশনকে দেখতে যাচ্ছেন জিএম কাদের।
গতকাল সোমবার (২০ জুন) রওশন এশাদের সঙ্গে ব্যাংককে থাকা তার ছেলে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব সাদ এরশাদ ঢাকা পোস্টকে জানান, তার মায়ের অবস্থা এখন ভালো। চলতি মাসে অথবা আগামী মাসের যে কোন সময় তারা দেশে ফিরে আসবেন।