দেশের মাটিতে রাগবির অভিষেকে বাংলাদেশের জয়
ঘরের মাঠে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলে নেমেই জয়ে রাঙাল বাংলাদেশ রাগবি দল। আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে নেপালকে বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে লাল-সবুজের দল। মঙ্গলবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে সেভেন এ সাইডের দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ২০-০ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ রাগবি দল। তিন ম্যাচে বেশি পয়েন্ট অর্জনকারী দল জিতবে ঐতিহাসিক এ সিরিজটি। বঙ্গবন্ধু বাংলাদেশ-নেপাল রাগবি সিরিজের পৃষ্ঠপোষকতা করছে হা-মীম গ্রুপ।
এর আগে দেশের বাইরে এশিয়ান রাগবি টুর্নামেন্টে নেপালকে দুবার হারিয়েছিল বাংলাদেশ। আজও জয়টা অনুমিত ছিল। শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে জয় তুলে নিয়েছে। বাংলাদেশি খেলোয়াড়দের কাছে মোটেও পাত্তা পায়নি নেপাল।
আজ সেভেন সাইড রাগবি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি নেপাল। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১০ পয়েন্ট অর্জন করেন দলের অধিনায়ক নাদিম। এছাড়া আনোয়ারুজ্জামান ও সোহেল আহমেদ নিয়েছেন ৫ পয়েন্ট করে।
আজই সিরিজের দ্বিতীয় ম্যাচে ফের মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। এরপর আগামীকাল বুধবার এ সাইডের একমাত্র ম্যাচটি হবে। এই প্রথমবারের মতো ফিফটিন এ সাইড ম্যাচ খেলবে বাংলাদেশ ও নেপাল।