You have reached your daily news limit

Please log in to continue


ভারতে বিরোধীদের রাষ্ট্রপতি প্রার্থী যশবন্ত সিনহা

ভারতে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী হিসেবে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিনহার নাম প্রস্তাব করেছে দেশটির বিরোধী দলগুলোর একটি জোট।

সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে একজনকে চূড়ান্ত করতে হিমশিম খাওয়ার পর যশোবন্ত সিনহার নাম প্রস্তাব করল বিরোধী দলগুলো।

রাষ্ট্রপতি প্রার্থী হতে বিরোধী জোটের পক্ষ থেকে এর আগে তিনজনকে প্রস্তাব দেওয়া হয়। তাঁরা হলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) শারদ পাওয়ার, ন্যাশনাল কনফারেন্সের (এনসি) প্রধান ফারুক আবদুল্লাহ ও মহাত্মা গান্ধীর নাতি গোপালকৃষ্ণ গান্ধী। তাঁরা সবাই সমর্থনের কথা বললেও প্রার্থী হতে রাজি হননি।

আজ মঙ্গলবার বিকেলে নয়াদিল্লিতে শারদ পাওয়ারের বাসভবনে রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিরোধী দলগুলোর নেতারা বৈঠকে বসবেন বলে জানা যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন