বেশিরভাগ সময়ে ফ্যাটি লিভারের লক্ষণ থাকে না! সতর্কতা কী ভাবে? জানালেন চিকিৎসক
eisamay.com
প্রকাশিত: ২১ জুন ২০২২, ১৫:৫২
ফ্যাটি লিভার রোগটি এখন ঘরে ঘরে। প্রচুর মানুষ এই রোগে প্রায়ই আক্রান্ত হন। তবে তারপরও মানুষের মধ্যে এই রোগ নিয়ে তেমন কোনও সচেতনতা নেই। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই রোগটি নিয়ে বেশি করে ভাবতে হবে। কারণ এই রোগ থেকে শরীরে মারাত্মক কিছু সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক।
আসলে লিভারে ফ্যাট থাকলেই অনেক সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে লিভারের ভিতরে ফ্যাট থাকে। এই সমস্যার নাম ফ্যাটি লিভার (Fatty Liver)। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে। তবেই রোগের সঙ্গে লড়াই করা সম্ভব হবে।