কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুর্যোগের ক্ষতি কমাতে পারে পূর্বাভাস ও প্রস্তুতি

সমকাল মোস্তফা কামাল পলাশ প্রকাশিত: ২১ জুন ২০২২, ১৫:০৫

গবেষক মোস্তফা কামাল পলাশ দীর্ঘদিন জলবায়ু পরিবর্তন ও আবহাওয়া নিয়ে কাজ করেছেন। বর্তমানে তিনি কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষণারত। এর আগে তিনি কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলু এবং বাংলাদেশের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।


সমকাল: এ বছরের বন্যার ধরন, গতিবিধি ও ভবিষ্যৎ কেমন দেখছেন?


মোস্তফা কামাল পলাশ: ২০২২ সালে বাংলাদেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় মাপের বন্যা হওয়ার আশঙ্কা আছে। এতে বেশি জেলা বন্যার পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পূর্ব প্রশান্ত মহাসাগরে লা-নিনা অবস্থা বিরাজ করছে। লা-নিনার বছরগুলোতে ভারতীয় উপমহাদেশে বর্ষা মৌসুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয় এবং স্বাভাবিকের চেয়ে বড় বন্যা হয়। আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মৌসুমি বৃষ্টিপাত পূর্বাভাস ২০২২ সালের জুন, জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে স্বাভাবিকের চেয়ে ২০ শতাংশ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নির্দেশ করেছে। এ পূর্বাভাস সঠিক হলে সুরমা ও মেঘনা অববাহিকায় চলমান বন্যা ছাড়াও তিস্তা ও যমুনা নদীর অববাহিকায় স্বাভাবিকের চেয়ে বড় বন্যার শঙ্কা আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও