কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি

জামালপুরে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মঙ্গলবার জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি ও বকশিগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল বন্যাকবলিত হয়ে পড়েছে। নতুন এলাকায় বন্যার পানি প্রবেশ করায় বন্ধ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম।

জানা গেছে, জেলার ৩২টি ইউনিয়নের নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। এতে শতাধিক গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। এতে জেলার ৫০ হাজার মানুষ হয়ে পড়েছে পানিবন্দি। জেলার ১১৪৭ হেক্টর জমির ফসল ও  ১৫ মিটার বাধ ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।  এ পর্যন্ত দুর্গত এলাকায় ২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন