পায়ে যে অনুভূতি হতে পারে রক্ত জমাট বাঁধার লক্ষণ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ জুন ২০২২, ১৪:৩৮
পায়ে গরমভাব, ফোলা ও ব্যথা অনুভূত হওয়ার কারণ হতে পারে রক্তনালীতে রক্ত জমাট বাঁধা।
দৈনন্দিন জীবনযাত্রার শরীরে টুকটাক আঘাত লেগেই থাকে। বেশিরভাগ সময় এই ব্যথাগুলো শুধুই সাময়িক অস্বস্তি, যা কয়েকদিনে নিজেই ভালো হয়ে যায়।
তবে কিছু ব্যথা ইঙ্গিত দেয় গুরুতর শারীরিক সমস্যার, কিছু ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যেমন- বুক ব্যথা হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে, তাই একে অবহেলা করা উচিত নয়।
তবে পায়ে বিশেষ অনুভূতি হতে পারে মারাত্মক ‘ডিপ ভেইন থ্রম্বোসিস (ডিভিটি)’ বা পায়ের রক্তনালীতে রক্ত জমাট বাঁধার পূর্বাভাস। আর সেই বিশেষ অনুভূতি হল পা গরম হয়ে থাকা, ফুলে ওঠা এবং ব্যথা।