কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিলেটে বানভাসিদের সহায়তা: উদ্যোগের চেয়ে বড় ঘাটতি সমন্বয়ে

bangla.thedailystar.net সিলেট সদর প্রকাশিত: ২১ জুন ২০২২, ১৪:১০

দুদিন ধরে ৫ মেয়েসহ অভুক্ত সিলেটের গোয়াইনঘাটের মিত্তির মহল গ্রামের শামসুন্নাহারের বারংবার আকুতি ছিল তার নামটা যেন লিখে নেওয়া হয়। তার ধারণা, এতে করে তিনি হয়তো কিছু সহায়তা পাবেন।


শুক্রবার দুপুরের দিকে যখন তার বাড়িঘর প্রবল স্রোতে ভেসে যাচ্ছিল, তখন স্বামী-সন্তানসহ পাশের আরও কয়েকটি পরিবারের সঙ্গে চেঙ্গেরখাল নদীর দূরবর্তী কোনো এক টিলায় আশ্রয় নেন। সেটা আশ্রয়কেন্দ্র থেকে খানিকটা দূরে। সেখান থেকে পানি ভেঙে পাশের সালুটিকর বাজারে এসে অনেকের সঙ্গে গত সোমবার দিগ্বিদিক ছুটছিলেন শামসুন্নাহার। আশা যদি কিছু খাদ্য সহায়তার মেলে।


তাকে যখন বলা হলো, এটা তো মূল বাজার, অনেকেই তো সাহায্য নিয়ে এখানে আসেন। তবুও তিনি পাননি কেন?


শামসুন্নাহার উত্তর- সবাই মনে করে আমরা পাইছি, এজন্য নৌকায় ত্রাণ নিয়ে দূরের এলাকাগুলোতে চলে যায়!


প্রথমে যুক্তিটাকে হালকা মনে হলেও পরে প্রায় ডজন খানেক বানভাসির সঙ্গে কথা বলে একই বাস্তবতার কথা শোনা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও