You have reached your daily news limit

Please log in to continue


ঈদনাটকে যা কিছু ব্যতিক্রম

গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদনাটক কিছুটা ব্যতিক্রম। এর অন্যতম কারণ টেলিভিশন, ইউটিউবের পাশাপাশি তারকাদের ব্যস্ততা বাড়ছে ওটিটি প্ল্যাটফর্মে। দুই মাধ্যমে তারকাদের ব্যস্ততায় কাজে ভিন্নতা আনতে শিডিউল মেলাতে হিমশিম খাচ্ছেন প্রযোজক, পরিচালকেরা। সব মাধ্যমে আলোচনায় থাকতে তারকারাও হাঁটছেন ভিন্ন পথে। এবার ঈদের নাটকে একাধিক বৈচিত্র্য নিয়ে ছোট পর্দায় হাজির হচ্ছেন অভিনয়শিল্পীরা।

নিশো ও তিশা জুটি

দীর্ঘদিন পর্দায় নিয়মিত তেমন একটা দেখা যায়নি আফরান নিশো ও তানজিন তিশাকে। চাহিদা থাকার পরও শিডিউল ব্যস্ততার কারণে তাঁদের গত কয়েক ঈদে তেমন নাটক প্রচার হয়নি। কিছুটা বিরতি দিয়ে এবার ঈদে দর্শকদের জন্য হাজির হচ্ছেন তাকে ভালোবাসা বলে, হ্যালো শুনছেন, এক্স বয়ফ্রেন্ডসহ একাধিক জনপ্রিয় নাটকের এই জুটি। নাম ঠিক না হওয়া জাকারিয়া সৌখিনের পরিচালনায় একটি ঈদনাটকে অভিনয় করছেন তাঁরা। শুটিং ইউনিট থেকে তানজিন তিশা বলেন, ‘আমাদের এই জুটির আলাদা একটা দর্শক রয়েছেন, যাঁরা আমাদের দেখতে চান। কিন্তু সম্প্রতি সময়ে নিশো ভাইয়ের ওটিটির কাজে ব্যস্ত হওয়ার কারণে আমাদের শিডিউল মিলছিল না। তিনিও নাটক কম করেছেন। যে কারণে দর্শক আমাদের কম দেখেছেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন