মহারাষ্ট্র সরকারে সংকট, বিজেপি-র কাছে ১৭ বিধায়ক

ডয়েচ ভেল (জার্মানী) মহারাষ্ট্র প্রকাশিত: ২১ জুন ২০২২, ১২:০৪

শিবসেনার ১১ জন বিধায়ককে সঙ্গে নিয়ে একনাথ শিন্ডে এখন গুজরাটে। তারা সুরাতের হোটেলে আছেন। সূত্রের দাবি, শুধু শিন্ডেরাই নয়, আরো পাঁচজন নির্দল বিধায়ক এখন বিজেপি-র সঙ্গে হাত মিলিয়েছেন। সব মিলিয়ে ১৭জন বিধায়ক তাদের সঙ্গে আছে।  ফলে উদ্ধব ঠাকরের সরকার কতদিন চলবে তা নিয়ে প্রশ্ন উঠে গেছে।


একদিন আগেই মহারাষ্ট্রে বিধান পরিষদের নির্বাচন ছিল। সেখানে বিজেপি অন্য দলের থেকে ভোট জোগাড় করে তাদের বাড়তি একজন প্রার্থীকে জিতিয়ে এনেছে। কিছুদিন আগেই রাজ্যসভা নির্বাচনে একই রকমভাবে ক্ষমতাসীন জোটের বিধায়কদের ভোট জোগাড় করে বিজেপি একজন প্রার্থীকে জেতাতে পেরেছিল। বিধান পরিষদে কংগ্রেস তাদের তালিকায় এক নম্বরে থাকা প্রার্থীকেও জেতাতে পারেনি। কংগ্রেসের ৪৪ জন বিধায়ক। ২৬ জনের ভোট পেলেই দলের প্রার্থী বিধান পরিষদে যেতে পারতেন। কিন্তু ২৬টি ভোটও পাননি কংগ্রেস প্রার্থী চন্দ্রকান্ত খান্ডোর। কংগ্রেস শুধু একটি আসনে জিতেছে। কংগ্রেস ছাড়াও জোটের বাকি শরিক দলের বিধায়করাও তাকে ভোট দেননি। একইরকমভাবে শিন্ডের নেতৃত্বে শিবসেনা বিধায়করা দল ও জোটের প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়েছেন। 


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও