![](https://media.priyo.com/img/500x/https://www.jugantor.com/assets/news_photos/2022/06/21/image-564568-1655758074.jpg)
ছাত্রলীগকে নিয়ন্ত্রণে রাখা কি এতই কঠিন?
অনেক হয়েছে, এবার দেশের মানুষ আওয়ামী লীগ ও আওয়ামী লীগ সরকারের কাছ থেকে সিদ্ধান্তমূলক জবাব প্রত্যাশা করে। শিক্ষাঙ্গনগুলোতে ছাত্রলীগের দৌরাত্ম্য সহ্যসীমা অতিক্রম করছে। সাধারণ শিক্ষার্থীদের ওপর ছড়ি ঘোরাতে তারা পছন্দ করে। নিজেদের অবৈধ স্বার্থ অর্জনে বাধা হলে শিক্ষকদের অপমান করতেও দ্বিধা করে না। দেশজুড়ে সন্ত্রাস, অনৈতিক কার্যক্রম, হলে সিট বাণিজ্য, দখলদারিত্ব ইত্যাদি সব মন্দ কাজে ছাত্রলীগের নাম চলে আসছে সামনে।
অতিষ্ঠ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তমনা শিক্ষকরা ব্যানার নিয়ে পথে নামতে বাধ্য হয়েছেন। দেশজুড়ে নানা সময়ে ছাত্রলীগ নেতারা অপকর্ম করার পর মিডিয়াতে স্বরূপ প্রকাশিত হলে আইওয়াশ হিসাবে সংগঠন থেকে বহিষ্কারের আদেশের কথা শোনা যায়। এসব সন্ত্রাসী তরুণ এতে কোনো চাপ অনুভব করে না। জানে এগুলো সাময়িক উত্তেজনা প্রশমনের কৌশল মাত্র! তাই পৌনঃপুনিকভাবে অঘটন ঘটেই যাচ্ছে।