কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


অভিনয়ে নিয়মিত গায়িকা পড়শী

জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। গানের পাশাপাশি তাকে সম্প্রতি দেখা যাচ্ছে নাটকে অভিনয় করতে। গত ঈদে তার অভিনীত ‘মারিয়া ওয়ান পিস’ নাটকটি বেশ প্রশংসিত হয়। তারই ধারাবাহিকতায় আসছে কোরবানির ঈদের জন্য ফারহানের সঙ্গে জুটি বেঁধে আরও একটি নাটকে অভিনয় করলেন। অবশ্য এর অনেক আগে শাকিব খানের বিপরীতে অনন্য মামুন পরিচালিত ‘মেন্টাল’ সিনেমা অভিনয় করেছিলেন এই গায়িকা। তবে এরপর দীর্ঘদিন অভিনয়ে দেখা যায়নি। গত ঈদে একটি নাটকে অভিনয় করলেন।

এখন থেকে কি নিয়মিত নাটকে দেখা যাবে? জানতে চাইলে পড়শী বলেন, ‘যদি ভালো গল্প পাই তাহলে অবশ্যই দেখা যাবে। তবে একেবারেই যে নিয়মিত মাসে তিন-চারটা নাটক করব তেমন নয়। আমার নাটকও গানের মতোই উৎসব উপলক্ষে দর্শকদের উপহার দেব। গান যেমন বেছে বেছে করি এবং বিশেষ দিনে প্রকাশ করি, নাটকও তেমনই করব। এর বাইরে যদি গল্প ও অন্য বিষয়গুলো আমার মনের মতো হয়, তাহলেই কাজ করব।’ গেল ঈদের নাটকের সাড়া কেমন তাও জানালেন, ‘ভীষণ ভালো সাড়া পেয়েছি। ‘মারিয়া ওয়ান পিস’ নাটকে আমার অভিনয় সবার কাছে প্রশংসিত হয়েছে। সবার প্রশংসার কারণেই আবার নাটকে কাজ করার সাহস পেয়েছি।’

এ নাটকে আপনার সহশিল্পী ফারহান। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা দুজন দুই অঙ্গনের মানুষ। যার কারণে এ নাটকে কাজ করার আগে তার সঙ্গে কখনো দেখা হয়নি, কথাও হয়নি। ফারহান ভাইয়ের প্রতি দূর থেকে আমার অন্যরকম একটা ধারণা ছিল। অনেক সময় অনেক ধরনের কথাও শুনেছি। তাই ভেবেছি, তিনি হয়তো একটু রাগী হবেন। তা ছাড়া তিনি কতটা হেলপফুল হবেন সেটি নিয়েও একটা ভাবনা ছিল। সত্যি বলতে তার সঙ্গে দেখা হওয়ার আগ পর্যন্ত তার প্রতি একটা নেতিবাচক ধারণাই ছিল। আমার কাছে এখন মনে হয় অভিনয়ের জন্য যাদের সঙ্গে আমি কাজ করেছি তাদের মধ্যে সব থেকে বেশি সাপোর্ট পেয়েছি ফারহান ভাইয়ের কাছ থেকে। আমাকে ধরে ধরে তিনি অনেক কিছু শিখিয়েছেন। তার শটের বাইরে তিনি মনিটরের কাছে বসে থেকে আমার অভিনয় দেখেছেন। আমার অভিনয় ঠিক না থাকলে তিনি আমাকে দেখিয়ে দিয়েছেন। এ নাটকে যদি আমি ভালো করে থাকি, তার বেশির ভাগ অবদান ফারহান ভাইয়ের কারণেই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন