You have reached your daily news limit

Please log in to continue


মৌসুমীর ‘ভাঙন’-এর খবর দিলেন পরিচালক

সপ্তাহ দুয়েক হলো হঠাৎ খবরে উঠে আসেন রুপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। জানা যায়, স্বামী ওমর সানী ও অভিনেতা জায়েদ খানের ঝগড়ার কেন্দ্রে মৌসুমী। তারপর খবর আসে ভাঙতে যাচ্ছে এ তারকা জুটির সংসার। সে আলোচনা ফিকে হওয়ার পথে। হঠাৎ করে মৌসুমীর ভাঙনের খবর দিলেন একজন চলচ্চিত্র পরিচালক। তবে আনন্দের কথা হলো, এ ভাঙন ওমর সানী-মৌসুমীর সংসার ভাঙন নয়; বরং এটি মৌসুমীর নতুন সিনেমা।

গত রোববার প্রকাশ্যে এসেছে ভাঙন সিনেমার অফিশিয়াল পোস্টার। সিনেমাটির পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন পোস্টটি ফেসবুকে শেয়ার করে জানিয়েছেন, ছবির কাজ শেষ। শিগগিরই মুক্তি পাবে। সরকারি অনুদানের এ সিনেমায় মৌসুমীর পাশাপাশি অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাবেরী আলম, প্রাণ রায় প্রমুখ।

পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন জানান, সিনেমার গল্পে উঠে আসবে একটি রেলস্টেশনে এসে জড়ো হওয়া কিছু প্রান্তিক ও ছিন্নমূল মানুষের কথা। এখানে আছে হকার, পতিতা, পকেটমার, বংশীবাদকসহ বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক মানুষ। তাদের জীবনযাত্রা, বেঁচে থাকা, প্রত্যাশার গল্প থাকছে ভাঙন সিনেমায়। জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে সাধারণ শাখায় সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ভাঙন। এর প্রযোজকও মির্জা সাখাওয়াৎ হোসেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন