সমকামী বিয়েতে নিষেধাজ্ঞা বহাল জাপানের আদালতে

এনটিভি জাপান প্রকাশিত: ২১ জুন ২০২২, ০৮:১০

জাপানে সমকামী বিয়ের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন আদালত। ওসাকার এক আদালতের রায়ে বলা হয়েছে, জাপানে সমকামী বিয়েতে নিষেধাজ্ঞা সংবিধান লঙ্ঘন করে না। সোমবারের এ রায় সমকামী অধিকার কর্মীদের জন্য এক বড় ধাক্কা।


এর আগে ২০২১ সালে উত্তরাঞ্চলীয় স্যাপোরো জেলা আদালত এর ঠিক উল্টো রায় দিয়েছিলেন। বলা হয়েছিল, সমকামী বিয়েকে সরকারের স্বীকৃতি না দিতে পারাটা অসাংবিধানিক। এরপর বিয়েতে সমতার দাবিতে আন্দোলনকর্মীদের একের পর এক মামলা দায়েরের মধ্যে ওসাকা আদালতেও মামলা করে তিন সমকামী যুগল। সোমবার সেই মামলারই রায় শুনিয়েছেন আদালত। খবর বিবিসির। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও