মিথ্যা ঘোষণার ইস্পাত পণ্য খালাস নিচ্ছেন না আমদানিকারকরা
বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাইম কোয়ালিটির (উন্নত মানের) ইস্পাত কাঁচামাল আমদানি করেছেন বাণিজ্যিক খাতের ব্যবসায়ীরা। যদিও রাজস্ব ফাঁকি দিতে কাস্টমস নথিতে এসব চালানের পণ্য সেকেন্ডারি কোয়ালিটি ঘোষণা দিয়ে খালাস নিয়ে যেতে চাইছেন তারা। প্রাইম কোয়ালিটির চেয়ে সেকেন্ডারি কোয়ালিটির প্রতি টনে দামের পার্থক্য প্রায় অর্ধেক। ফলে সরকারের রাজস্ব সুরক্ষায় পণ্য যথাযথ এইচএস কোডে শুল্কায়ন ছাড়া ছাড় দিতে রাজি নয় কাস্টমসও। এ বিরোধে গত এক মাসের বেশি সময়ে চট্টগ্রাম বন্দর থেকে বের হয়নি ইস্পাত পণ্যবাহী ২৫০ ট্রাক-ট্রেইলার। এতে গাড়ির জট বেড়ে এখন পরিচালন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে।
এমন পরিস্থিতিতে আইন অনুযায়ী খালাস না হওয়া ইস্পাত পণ্য নিলামে তোলার পদক্ষেপের কথা জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমস বলছে, শুরু থেকেই আমদানিকারকরা শুল্ক কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরোধিতা করায় বুয়েট থেকেও কিছু চালানের পরীক্ষা করে আনা হয়েছে। তাতে এসব চালানে প্রাইম কোয়ালিটির ইস্পাত পণ্য আনার বিষয়টি প্রমাণিত। এর পরও আমদানিকারকদের প্রযোজ্য শুল্ক-করাদির সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি দিয়ে খালাস নেয়ার সুযোগ দেয়া হয়েছে। পরবর্তী সময়ে কেউ যদি নিজের দেয়া ঘোষণা অনুযায়ী পরীক্ষণ ফলাফল দেখাতে পারেন, তবে তিনদিনের মধ্যে এ গ্যারান্টির অর্থ ফেরত দেয়া হবে। এখন পর্যন্ত হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী এটি মেনে পণ্য খালাস করে নিয়েছেন।