You have reached your daily news limit

Please log in to continue


চট্টগ্রামে দিনদুপুরে বাসের ভেতর ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ৩

বন্দরনগরীতে দিনদুপুরে যাত্রীবাহী বাসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চালক, সহকারীসহ তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় রোববার দুপুরে ওই ঘটনা ঘটে বলে ওসি মো. কামরুজ্জামান জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ওই বাসের চালক নুরুল আলম (৩০), সহকারী মো. রবিউল (২৩) ও অন্য বাসের সহকারী মো. শাহজাহান (২২)।

বায়েজিদ বোস্তামী থানার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনুমানিক ৩৩ বছর বয়সী এক গৃহবধূ আদালতে যাওয়ার জন্য বাস ধরতে রোববার দুপুরে অক্সিজেন এলাকায় গিয়েছিলেন। সেখানে চার পরিবহন শ্রমিক মিলে ওই নারীকে একটি বাসে তোলেন এবং সেখানে তার ওপর নির্যাতন চালানো হয়।”

ভুক্তভোগী ওই নারী বাস থেকে নেমে অক্সিজেন ট্রাফিক বক্সে গিয়ে বিষয়টি জানানোর পর দায়িত্বরত সার্জেন্ট ও ট্রাফিক সদস্যরা গিয়ে বাসস্ট্যান্ড থেকে শাহজাহানকে আটক করে।

পরে রাতে হাটহাজারী থেকে বাস চালক নুরুল আলম এবং ফটিকছড়ি থেকে রবিউলকে গ্রেপ্তার করা হয় জানিয়ে ওসি বলেন, “এ ঘটনায় আরেক বাস শ্রমিক পলাতক আছে।”

ওই নারীর করা মামলায় বলা হয়েছে, বাসে করে আদালতে যাওয়ার জন্য তিনি চাচার বাসা থেকে রিকশায় অক্সিজেন মোড়ে যান। নাজিরহাট রুটের একটি বাসের চালকসহ কয়েকজন এসে তার গন্তব্য জানতে চান।

তিনি কোর্ট বিল্ডিংয়ে যাওয়ার কথা বললে আসামিরা তাকে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে (চট্ট মেট্রো-জ-১১-০১৬৯) তোলেন। বাসে উঠার পর চালক গাড়ি অক্সিজেন রেল লাইনের একপাশে নিয়ে যায়। সেখানে দরজা আটকে হেলপার রবিউল ও সুপারভাইজার মিলে তাকে ধর্ষণ করে। পরে শাহজাহানের সহযোগিতায় চালক নুরুল আলমও ধর্ষণ করে বলে ওই নারীর অভিযোগ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন