চুলের যত্নে পেঁয়াজের তেল
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২০ জুন ২০২২, ১৪:৫১
আমাদের রান্নাঘরের অন্যতম পরিচিত উপাদান হলো পেঁয়াজ। এটি শুধু খাবারকে সুস্বাদুই করে না, সেইসঙ্গে চুলের যত্নেও কাজে লাগে। চুলের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য পেঁয়াজের রস ও তেল পরিচিত। চুলে পুষ্টি জোগাতে পেঁয়াজের তেল ব্যবহার করতে পারেন। তবে তা হতে হবে সঠিক উপকরণ ও পরিমাণ দিয়ে তৈরি। জেনে নিন চুলের যত্নে পেঁয়াজের তেল ব্যবহারের উপকারিতা ও তৈরির উপায়-
চুল লম্বা করে
পেঁয়াজের তেল ব্যবহারে অনেকগুলো উপকার পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হলো এটি চুল লম্বা করতে সাহায্য করে। পেঁয়াজের তেল ব্যবহারে মাথার ত্বকের পিএইচ লেভেল স্বাভাবিক থাকে। ফলে রক্ত সঞ্চালন উন্নত হয়, সেইসঙ্গে সক্রিয় হয় চুল বৃদ্ধির গতিও। পেঁয়াজের তেল ব্যবহার করলে তা মাথার ত্বকে পুষ্টি জোগায়। ফলে চুলের গোড়াও হয় মজবুত।