You have reached your daily news limit

Please log in to continue


এবার ওয়াশিংটনে বন্দুক হামলা, কিশোর নিহত

যুক্তরাষ্ট্রে একের পর এক ঘটছে বন্দুক হামলার ঘটনা। এবার রাজধানী ওয়াশিংটনে পথচারীদের ভিড়ের মধ্যে বন্দুক হামলায় ১৫ বছর বয়সি এক কিশোর নিহত হয়েছে।


এ হামলায় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। খবর ফক্স নিউজের।

স্থানীয় সময় রোববার রাতে ওয়াশিংটনে আচমকাই চলল গুলি। পরে ঘটনাস্থলে এসে যাওয়া পুলিশ অফিসাররাও আক্রান্ত হন।

ওয়াশিংটন ডিসির পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম ওয়াশিংটনে। যেখানে বন্দুক হামলা হয়েছে তার অনতিদূরেই চলছিল একটি কনসার্ট।

স্থানীয় অনুষ্ঠান ‘মোচেলা’ পালন করছিলেন এলাকার মানুষ। ভিড় ছিল রাস্তায়। এরই মধ্যে গুলি চলে। ঘটনাটিতে বহু মানুষ আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানিয়েছে পুলিশ। গুলি লেগেছে বেশ কয়েক জন পুলিশ কর্মীরও।

এদের মধ্যে গুলিবিদ্ধ ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ভিড়ের কারণে বন্দুকধারীদের ওপর পাল্টা গুলিবর্ষণ করতে পারেনি পুলিশ। হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন