You have reached your daily news limit

Please log in to continue


বন্যার্তদের পাশে দাঁড়ানোকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি

দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা দেখা দেওয়ার প্রেক্ষাপটে দলের সাংগঠনিক কর্মকাণ্ডের চেয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোকেই অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

রোববার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সিলেট-সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি পর্যালোচনায় এক যৌথ সভার পর দলের জাতীয় ত্রাণ কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান।

ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন যে বন্যা পরিস্থিতির বিষয় আমরা যেন সবচেয়ে বেশি অগ্রাধিকার দিই। সাংগঠনিক কাজকর্মের চেয়ে এখন আমাদের একমাত্র অগ্রাধিকার বানভাসি মানুষের পাশে দাঁড়ানো ও তাদের জন্য কাজ করা। এটা আমাদের দলের নেতা-কর্মীদের প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ।’


সিলেট মহানগর, সুনামগঞ্জ পৌরসভা, ছাতকসহ বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীরা ত্রাণ তৎপরতা শুরু করেছেন বলে উল্লেখ করেন ইকবাল হাসান মাহমুদ। বলেন, ‘সিলেট থেকে এখন পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি, আমরা ১০ হাজার লোকের কাছে খাবার পৌঁছে দিয়েছি। বড় বড় নৌকা ভাড়া করে পানিবন্দী মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসার ব্যবস্থা করেছি।’

বিএনপির এই নেতা বলেন, ‘ছাতকে বন্যাকবলিত এলাকায় আমাদের নেতা-কর্মীরা নিজেরা টাকা তুলে মানুষের মাঝে বিতরণ করেছেন। বিএনপি গণমানুষের দল হিসেবে মানুষের পাশে আছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন