বন্যার পানি নেমে যাওয়ায় সিলেটে আবারও রেল চলাচল শুরু

প্রথম আলো সিলেট জেলা প্রকাশিত: ১৯ জুন ২০২২, ২১:৩৮

এক দিন বন্ধ থাকার পর আজ রোববার বিকেল থেকে আবারও সিলেট স্টেশন থেকে রেল চলাচল শুরু হয়েছে। ভারী বর্ষণ ও বন্যার পানি নেমে যাওয়ায় আবারও রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।


এর আগে বন্যার পানি ঢুকে পড়ায় সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। বন্যা পরিস্থিতিতে সিলেট রেলওয়ে স্টেশন থেকে ঢাকা ও চট্টগ্রামগামী বিভিন্ন ট্রেনের যাত্রা বাতিল করে রুট পরিবর্তন করা হয়।


সিলেট রেলস্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম বলেন, আজ বেলা দুইটায় ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি সিলেট রেলস্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। এ ছাড়া বিকেল ৩টা ৪৫ মিনিটে একই ট্রেন অন্তত ৪০০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বিদ্যুৎ সরবরাহ এখনো স্বাভাবিক না হওয়ায় জেনারেটর দিয়ে আপাতত কার্যক্রম চালানো হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও