![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2022/06/online/photos/Spicejet_1-984x554-samakal-62aee8124c648.jpg)
পাখির আঘাতে যাত্রীবাহী বিমানে আগুন
দিল্লিগামী স্পাইস জেটের বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। মাঝআকাশে পাখির ডানার আঘাতে আজ রোববার এ ঘটনা ঘটে।
তবে পটনায় জরুরিভাবে নিরাপদে অবতরণ করেছে বিমানটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
প্রতিবেদনে বলা হয়েছে, টেক-অফের পরই এসজি৭২৫ বিমানের ডানায় আগুন দেখতে পান স্থানীয়রা। তারা বিমানবন্দরে খবর দেন।
খবর পেয়ে পাইলট ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি দ্রুত বন্ধ করে দেন। পরে নিরাপদে পাটনায় জরুরি অবতরণ করে বিমানটি।
বিমানে ১৮৫ জন যাত্রী ছিলেন। পাটনার জেলা প্রশাসক চন্দ্রশেখর সিংহ বলেন, সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বিমানটি নিরাপদে অবতরণ করেছে।
- ট্যাগ:
- জটিল
- বিমানে আগুন
- বিমানে পাখির ধাক্কা