কাজের প্রয়োজনে পাশাপাশি দুটি মনিটর ব্যবহার করেন অনেকেই। কারও আবার পছন্দ বড় পর্দার মনিটর। বিষয়টি মাথায় রেখে এবার একের মধ্যে দুই মনিটর তৈরি করেছে এলজি। ‘ডুয়েলআপ’ নামের মনিটরটির উচ্চতা ২৭.৬ ইঞ্চি। ২১.৫ ইঞ্চি চওড়া ২টি মনিটরের সমন্বয়ে তৈরি করা হয়েছে মনিটরটি।
ডুয়েলআপ মনিটরটিতে আলাদাভাবে দুই পর্দায় কাজ করা যায়। ফলে একসঙ্গে একাধিক কাজের সুযোগ মিলবে। ভিডিও নির্মাতাদের জন্য তৈরি মনিটরটি ব্যবহার করে চাইলেই ভিডিও তৈরির সময় ভিন্ন ভিন্ন টুল ব্যবহারের কৌশল শেখা যায়।
ইউএসবি-সি পোর্টসহ একাধিক এইচডিএমআই পোর্ট সুবিধার ডুয়েলআপ মনিটরটিতে সাত ওয়াটের স্পিকারসহ হেডফোন জ্যাকও রয়েছে। ডুয়েলআপ মনিটরটি কিনতে গুনতে হবে ৬৯৯ ডলার।
সূত্র: দ্য ভার্জ, এলজি
You have reached your daily news limit
Please log in to continue
একের মধ্যে দুই মনিটর
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন