কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইমরানকে হত্যায় এক সন্ত্রাসীকে দায়িত্ব দেওয়া হয়েছে, দাবি পিটিআই নেতার

সমকাল পাকিস্তান প্রকাশিত: ১৮ জুন ২০২২, ২২:১২

পাকিস্তান তেহেরিক-ই ইনসাফের (পিটিআই) নেতা ফায়াজ চোহান বলেছেন, ‘কিছু লোক’ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যা করতে এক সন্ত্রাসীকে দায়িত্ব দিয়েছেন। 



শনিবার এই দাবি করেন তিনি। এর আগে গত এপ্রিলে বিরোধীরা অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়েছিল। শনিবার এই খবর দিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিওটিভি। 


এক টুইটে পাকিস্তানের প্রাদেশিক এই সাবেক মন্ত্রী দাবি করেন, কিছু লোক ‘চোচি’ নামে আফগানিস্তানের এক সন্ত্রাসীকে পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে হত্যার নির্দেশ দিয়েছেন বলে আমি জানতে পেরেছি।


এর আগে জীবননাশের হুমকির গুজবের মধ্যে গতমাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে পিটিআই চেয়ারম্যান ইমরানকে তার বাড়ি ইসলামাবাদ এবং রাজনৈতিক সমাবেশ চলাকালে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন। 


গত মাসে এক জনসভায় ইমরান খান দাবি করেন তার জীবননাশের হুমকি রয়েছে। এরপর তিনি তার সরকারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ পেছনে থাকা লোকদের একটি ভিডিও রেকর্ড করা হয়েছে এবং তার কিছু হলে সেই ভিডিও প্রকাশ করবেন বলে জানান। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও