যুবরাজ সালমানের সঙ্গে বৈঠক করবেন না বাইডেন

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৮ জুন ২০২২, ২০:৪৮

জুলাইয়ের মধ্যভাগে সৌদি আরব সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সফরে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল–সৌদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন বাইডেন। তবে সফরকালে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলাদা করে বৈঠকে বসবেন না। গতকাল শুক্রবার বাইডেন নিজে এ তথ্য জানিয়েছেন।


তুরস্কে সৌদি দূতাবাসে ২০১৮ সালে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগির হত্যাকাণ্ডের পেছনে যুবরাজ সালমানের সম্পৃক্ততা রয়েছে বলে মনে করেন মার্কিন গোয়েন্দারা। খাসোগির হত্যাকাণ্ড নিয়ে ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নড়বড়ে হয়ে পড়েছিল। সংবাদমাধ্যমে খবর বেরিয়েছিল, সেই সম্পর্ক ঠিক করতে সৌদি আরব সফরের পরিকল্পনা করছেন বাইডেন। এ সফরে যুবরাজ সালমানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও