![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-06%252F2a5ef8bf-9082-4af8-80f1-08c1e005b86f%252Fp3.jpg%3Frect%3D0%252C0%252C3168%252C1782%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
টস জেতার আশায় ডান হাতে টস করবেন পন্ত
প্রথম আলো
প্রকাশিত: ১৮ জুন ২০২২, ১৮:০৩
সিরিজে উত্তেজনা নিয়ে এল ভারত। প্রথম দুই টি-টোয়েন্টি হেরে সিরিজ হারের দ্বারপ্রান্তে থাকা ভারত ঘরের মাটিতে পরের দুই টি-টোয়েন্টি জিতে সিরিজের শেষ ম্যাচের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে বহুগুণ। গতকাল আবেশ খানের দুর্দান্ত বোলিংয়ে রাজকোটে মাথা তুলে দাঁড়াতেই পারেনি প্রোটিয়ারা। ৮২ রানে হেরেছে সফরকারীরা।
প্রথম দুই ম্যাচ হারের পরেও দল ফর্ম ফিরে পেয়েছে, দুর্দান্ত খেলছে। অধিনায়ক ঋষভ পন্তের খুশিই থাকার কথা। দলের পারফরম্যান্সে তিনি খুশিও বটে। কিন্তু দল ফর্মে ফিরলেও, পন্তের নিজের ব্যাট যে হাসছে না! আর সেটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। প্রথম ম্যাচে পন্তের ব্যাটে ঝড়ের আভাস পাওয়া গেলেও পরের তিন ম্যাচে একদম যাচ্ছেতাই খেলেছেন। শুধু ব্যাট না, আরেকটা জিনিসও হাসছে না পন্তের। অধিনায়ক পন্তের টসভাগ্য যে বড্ড বেরসিক আচরণ করছে!
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট তারকা
- টস হেরে