আসাম–মেঘালয়ে বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যু

www.ajkerpatrika.com আসাম প্রকাশিত: ১৮ জুন ২০২২, ১৭:৪৯

প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ও মেঘালয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আসামে গত ৪৮ ঘণ্টায় মারা গেছেন ১২ জন এবং বাকি ১৯ জনের মৃত্যু হয়েছে ত্রিপুরায়। 



প্রবল বর্ষণের ফলে ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম, মেঘালয় ও ত্রিপুরার পরিস্থিতি ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। মেঘালয়ে সরকারি হিসাবে গত ৪৮ ঘণ্টায় মারা গিয়েছেন অন্তত ১৯ জন। বেশির ভাগ ক্ষেত্রেই বন্যায় ভূমিধসের কারণে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। 



এরই মধ্যে আসামের বরাক উপত্যকা, ত্রিপুরা, মিজোরাম এবং মনিপুর রাজ্য দেশের অন্যান্য রাজ্য থেকে সড়ক ও রেলপথে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আসামের ২৮টি জেলায় প্রায় ১৯ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। চলতি মৌসুমে এটি দ্বিতীয় দফা বন্যার ঘটনা। ত্রাণ তৎপরতা চালাতে ও উদ্ধারে নামানো হয়েছে সেনাবাহিনী। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও