রিমুভার ছাড়াই নেইল পলিশ ওঠানোর ৪ উপায়

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৮ জুন ২০২২, ১৬:৪৭

নেইল পলিশের অংশবিশেষ উঠে গেলে দেখতে ভালো দেখায় না। আবার দীর্ঘদিন নখে নেইল পলিশ রাখলে নখও ক্ষতিগ্রস্ত হয়। হাতের কাছে রিমুভার না থাকলে কীভাবে নেইল পলিশ ওঠাবেন জেনে নিন।



টুথপেস্টের সাহায্যে উঠিয়ে ফেলতে পারেন নেইল পলিশ। গরম পানিতে কিছুক্ষণ হাত ভিজিয়ে রাখুন। অতিরিক্ত গরম পানি ব্যবহার করবেন না। কিছুক্ষণ পর পুরনো টুথব্রাশে পেস্ট লাগিয়ে ধীরে ধীরে ঘষে উঠিয়ে ফেলুন নেইল পলিশ।
স্যানিটাইজার দিয়েও তুলে ফেলা যায় নেইল পলিশ। কিছুক্ষণ কুসুম গরম পানিতে নখ ডুবিয়ে রেখে তুলার টুকরো স্যানিটাইজারে ভিজিয়ে উঠিয়ে ফেলুন নেইল পলিশ।
নখ গরম পানিতে ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর ভিনেগার ও লেবুর মিশ্রণে তুলা ভিজিয়ে ধীরে ধীরে ঘষে ওঠান নেইল পলিশ।
নেইল পলিশ ওঠাতে ব্যবহার করতে পারেন অ্যালকোহলযুক্ত হেয়ার স্প্রে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও