মেঘালয়ের মৌসিনরামে ৮৩ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি
মেঘালয়ের মৌসিনরামে ২৪ ঘণ্টায় ৮৩ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশটিতে এ সময়ের মধ্যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০০৩.৬ মিলিমিটার। বৃষ্টিপাতের রেকর্ড রাখা শুরু করার পর থেকে এটি সর্বোচ্চ।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানায়।
ভারতের আবহাওয়া দপ্তর টুইটারে জানায়, মৌসিনরামে ১৭ জুন সকাল সাড়ে ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় ১০০৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যদিও ওই অঞ্চলে এটিই সর্বোচ্চ বৃষ্টিপাতের ঘটনা নয়। এর আগে চেরাপুঞ্জিতে ১৯৯৫ সালের ১৬ জুন ১৫৬৩.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।