You have reached your daily news limit

Please log in to continue


সিলেট ও সুনামগঞ্জ বিদ্যুৎবিচ্ছিন্ন

কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রে পানি উঠে যাওয়ায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পানি উঠে যাওয়ায় আপাতত উপকেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি, পানি সেচে দ্রততম সময়ের মধ্যে এটি আবার চালু করতে।”

“এ গ্রিড বন্ধ হয়ে যাওয়ায় পুরো সিলেট ও সুনামগঞ্জ জেলা এখন বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেল।”

আব্দুল কাদের বলেন, “এর আগে বৃহস্পতিবার ১৩২/৩৩ কেভি উপকেন্দ্রের সুইচ ইয়ার্ডে পানি প্রবেশ করে। শনিবার কন্ট্রোল রুমে পানি প্রবেশ করায় এই গ্রিড বন্ধ করা হয়েছে।”

সিলেট ও সুনামগঞ্জ জেলার বিদ্যুৎ সরবরাহ করা হয় কুমারগাঁও ১৩২/৩৩ কেভি এ গ্রিড উপকেন্দ্র থেকে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সুনামগঞ্জ ও সিলেট জেলার বেশকটি উপজেলা বিদ্যুৎহীন হয়ে ছিল।

এই অবস্থার মধ্যে পানি সেচে সিলেট নগরীতে শুধু বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হচ্ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন