টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তাড়াশের নিমাঞ্চল প্লাবিত
গত কিছুদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে নদীর পানি অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এ ছাড়া, চলনবিলের বুক চিরে বয়ে যাওয়া উপজেলার তাড়াশ-নাদোসৈয়দপুরের সড়কটিও পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে। ঢাকাটাইমসের তাড়াশ উপজেলা প্রতিনিধিকে উপজেলার প্রকৌশলী ইফতেখার সারোয়ার ধ্রুব জানান, তাড়াশ-মাগুড়া বিনোদ হয়ে নাদো সৈয়দপুর সাব মার্চিবল (ডুবো) সড়কটি সম্পূর্ণ তলিয়ে গেছে। বিলের মধ্যে পানি প্রবেশ করতে শুরু করেছে। অতিরিক্ত পানির কারণে নীচু জমিগুলো তলিয়ে গেছে। আর রাস্তাগুলো পানিতে তলিয়ে গেলেও বর্তমানে কোন ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই।
উপজেলার মাগুড়া গ্রামের ব্যবসায়ী শাহাদত হোসেন জানান, চলনবিল এলাকার নদী ও খালগুলো বর্ষার পানিতে ভরাট হয়ে গেছে। এতে নীচু এলাকার জমি তলিয়ে যাচ্ছে। দু'দিন আগেই তাড়াশ-নাদো সৈয়দপুরের ৭ কিলোমিটার সড়কটি সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে।