আতঙ্কগ্রস্ত হওয়া একধরনের রোগ
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৮ জুন ২০২২, ১০:৩৭
প্যানিক ডিসঅর্ডার এমন একটি মানসিক রোগ, যাতে ব্যক্তি প্রচণ্ড আতঙ্কের শিকার হন। সাধারণত প্রতিটি প্যানিক অ্যাটাকের স্থায়িত্বকাল দশ থেকে পনেরো মিনিটের মতো হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে তা ৩০ মিনিটের বেশি হতে পারে। প্রতি মাসে কমপক্ষে একবার প্যানিক অ্যাটাক হবে।
শারীরিক উপসর্গ
দ্রুত হৃৎস্পন্দন বা হার্টরেট বেড়ে যাওয়া
বুকে ব্যথা
শ্বাসকষ্ট
অতিরিক্ত ঘাম হওয়া
ঝিমুনি ভাব
দুর্বলতা
পেটে ব্যথা
মানসিক উপসর্গ
প্রচণ্ড নার্ভাস হওয়া
প্রচণ্ড ভয় পাওয়া
মানসিক চাপ ও দুশ্চিন্তা করা
একা থাকতে চাওয়া এবং লোকের সঙ্গ এড়ানো
- ট্যাগ:
- স্বাস্থ্য
- আতঙ্ক
- আতঙ্কিত
- প্যানিক অ্যাটাক