৩ হাজার কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা ভারতের
তথ্যপ্রযুক্তি খাত পুনর্গঠন, চিপের জন্য বিদেশী প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি নিজস্ব উৎপাদন বাড়াতে ৩ হাজার কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা নিয়েছে ভারত। সম্প্রতি নিক্কেই এশিয়াকে দেয়া সাক্ষাত্কারে দেশটির এক শীর্ষ কূটনীতিক এ তথ্য নিশ্চিত করেন। খবর ইটিটেলিকম।
ইন্ডিয়া-তাইপে অ্যাসোসিয়েশনের মহাপরিচালক গৌরাঙ্গলাল দাস বলেন, অভ্যন্তরীণ পর্যায়ে সেমিকন্ডাক্টর, ডিসপ্লে, অ্যাডান্সড কেমিক্যাল, নেটওয়ার্কিং অ্যান্ড টেলিকম যন্ত্রাংশের পাশাপাশি ব্যাটারি ও ইলেকট্রনিকস পণ্যের উৎপাদন বাড়াতেই এ বিনিয়োগ কার্যক্রম। সেমিকন্ডাক্টরের চাহিদা দিন দিন বাড়ছে। মূলত পুরো বিশ্বের তুলনায় ভারতে চিপের চাহিদা প্রায় দ্বিগুণের কাছাকাছি বাড়ছে। ২০৩০ সাল নাগাদ ভারতে সেমিকন্ডাক্টরের চাহিদা ১১ হাজার কোটি ডলারের কাছাকাছি গিয়ে পৌঁছবে, যা বিশ্বের মোট চাহিদার ১০ শতাংশ। গৌরাঙ্গলাল বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যেখানে অত্যাধুনিক চিপ উৎপাদন প্রযুক্তি আনতে চাইছে, সেখানে ভারত ম্যাচিউর চিপ আনতে আগ্রহী। অভ্যন্তরীণ পর্যায়ে বড় বাজারের পাশাপাশি ভারতে বিপুল ইঞ্জিনিয়ার রয়েছে বলেও জানান তিনি। এসব ইঞ্জিনিয়ার বিদেশী বিনিয়োগকারীদের ভারতে আসার জন্য আকর্ষণ করতে পারবেন এবং স্থানীয় ইলেকট্রনিক খাতকে এগিয়ে নিতে সাহায্য করবেন।