You have reached your daily news limit

Please log in to continue


৪ মিনিটের লম্বা চুমু, বলিউডের প্রথম চুম্বন দৃশ্য শ্যুট হয়েছিল কবে?

সময় বদলেছে। প্রজন্ম বদলেছে। ৭০ এম এম স্ক্রিন ছাড়িয়ে এখন মুঠোফোনেই ধরা গোটা জগৎ। এক সময়ে চুমু শুনলেই যেখানে রাখঢাক, তা এখন খুবই স্বাভাবিক। গল্প বলার ধরন বদলেছে। বদলেছেন দর্শকও। চুমু কিংবা যৌনতার দৃশ্য হালফিলের দর্শকদের খুব একটা অস্বস্তিতে ফেলে না।

টিনসেল নগরীতে ‘সিরিয়াল কিসার’-এর তকমা পেয়েছেন ইমরান হাশমি। কিন্তু জানেন কি, বলিউডে প্রথম চুমুর দৃশ্য শ্যুট হয়েছিল কবে? সেই ১৯৩৩-এর ছবি ‘কর্মা’। এ কালে যা সাধারণ ব্যপার, কয়েক দশক আগেও যা ছিল ‘সাহসী’ দৃশ্য, নায়ক-নায়িকার চুমুর সেই মুহূর্ত ধরা ছিল তিরিশের দশকের এই ছবিতে। নায়ক-নায়িকার চরিত্রে দেবিকা রানি এবং হিমাংশু রাই। পরাধীন ভারতে সিনেমার পর্দায় প্রেমে এমন স্বাধীনতার স্বাদ! বছরের পর বছর তার সৌজন্যেই চর্চায় থেকে গিয়েছে ১৯২৯ সালে শ্যুট হওয়া এই ছবি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন