সর্বজনীন পেনশনে আশা, ধোঁয়াশা

সমকাল অর্থ মন্ত্রণালয় প্রকাশিত: ১৮ জুন ২০২২, ০৮:১৪

সর্বজনীন পেনশন ব্যবস্থা আগামী ২০২২-২৩ অর্থবছরেই সরকার চালু করবে- এমন ঘোষণা এসেছে গত ৯ জুনের প্রস্তাবিত বাজেটে। তবে পেনশন কতটা সর্বজনীন হবে, তা নিয়ে রয়েছে সংশয়। এটি কবে নাগাদ চালু হবে, সেটারও নেই নিশ্চয়তা। কারণ, সর্বজনীন পেনশন দেশের সব নাগরিক পাবে কিনা, সেটার পথনকশা এখনও তৈরি হয়নি।


বিশ্নেষকরা বলছেন, সর্বজনীন পেনশন পদ্ধতি রাষ্ট্রের একটি নিরাপত্তা জালের মতো। তবে সরকার যেটা বলছে, সেটা কন্ট্রিবিউটরি পেনশন; সর্বজনীন নয়। আর সর্বজনীন পেনশন আইন চূড়ান্ত হতে কত দিন সময় লাগবে- এ বিষয়ে কারও স্বচ্ছ ধারণা নেই। আইন তৈরির পর বিধিমালা হবে। এরপর কাটবে বাস্তবায়ন প্রক্রিয়ার ধোঁয়াশা।


বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, এ বছরই সরকার সর্বজনীন পেনশন স্কিম চালু করবে। এরই মধ্যে প্রকাশ হয়েছে আইনের খসড়া। এর পর থেকেই পেনশন কতটা সর্বজনীন হবে, তা নিয়ে চলছে আলোচনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও