যে কারণে দুপুরে তিন ঘণ্টা কাজ নিষিদ্ধ করা হয়েছে সৌদিতে

যুগান্তর সৌদি আরব প্রকাশিত: ১৭ জুন ২০২২, ২১:২৯

সৌদি আরব সরকার বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য বেলা ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কাজ করা নিষিদ্ধ ঘোষণা করেছে।


ঘোষণা অনুযায়ী, ১৫ জুন থেকে কার্যকর হয়ে এই নিয়ম ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। এই তিন মাস কোনো শ্রমিককে দিয়ে দুপুরে এই তিন ঘণ্টা কাজ করানো যাবে না।


সাধারণত দুপুরে এক ঘণ্টার বিরতিসহ সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর্মঘন্টা হিসেবে বিবেচনা করা হয় দেশটিতে।


কিন্তু এখন যারা সরাসরি বাইরে বা সূর্যালোকের নীচে কাজ করেন, তাদের দিয়ে বেলা ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত তিন ঘণ্টা কোনো কোম্পানি বা নিয়োগকারী কর্তৃপক্ষ কাজ করাতে পারবে না।


কোনো কোম্পানি এ নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেবে দেশটির সরকার। এ জন্য হটলাইন নাম্বারও দেওয়া হয়েছে, যেন দুপুরে কাজ করতে বাধ্য হলে শ্রমিকরা কর্তৃপক্ষকে জানাতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও