৫০ ওভারে ৪৯৮ রান তুলে ইংল্যান্ডের নতুন বিশ্ব রেকর্ড

প্রথম আলো প্রকাশিত: ১৭ জুন ২০২২, ২০:৩৭

ফিল্ডাররা থাকবেন খেলার মাঠে। তা না, বল খুঁজতে তাঁদের ঢুঁ মারতে হলো মাঠের বাইরে ঝোপ-ঝাড়ে। এই ছবিতে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার।


এক ক্রিকেট ভক্ত তো মজা করে টুইটই করলেন, ‘নেদারল্যান্ডস ফিল্ডারদের মাঠের বাইরে থাকাই নিরাপদ। ভেতরে যা হচ্ছে!’


কী? ঝড় বললে কম বলা হয়। রানের টর্নেডো, টাইফুন, সাইক্লোন, জলোচ্ছ্বাস—এমন আরও যা যা শব্দ আছে তা আজ আমস্টেলভিনে ইংল্যান্ড-নেদারল্যান্ডস প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের ইনিংসের জন্য ব্যবহার করা যায়।


ম্যাচটা না দেখে থাকলে অবশ্যই পরের প্রশ্ন হবে—কেন? খুলেই বলা যাক। আইসিসির এই সহযোগী দেশটির বিপক্ষে পূর্ণ শক্তির দল পাঠায়নি ইংল্যান্ড। তাতেই কি না, হয়ে গেল ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও