তাড়াহুড়া করে ঝুঁকি নিতে নারাজ স্টার্ক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ জুন ২০২২, ১৯:৫৪

সেরে উঠছে আঙ্গুল, অনুশীলনে করছেন বোলিংও। তবে ম্যাচে বোলিং করার মতো এখনও পুরোপুরি ফিট নন মিচেল স্টার্ক। শ্রীলঙ্কার বিপক্ষে তাই ওয়ানডে সিরিজে কোনো ম্যাচ খেলতে পারবেন কিনা, দিতে পারছেন না নিশ্চয়তা। তবে মাঠে ফেরা নিয়ে কোনো তাড়া নেই এই পেসারের।


স্টার্কের মূল লক্ষ্য টেস্ট সিরিজে খেলা। তাই কোনোরকম ঝুঁকি নিতে নারাজ বাঁহাতি এই পেসার।


লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আঙ্গুলে চোট পান স্টার্ক। নিজের প্রথম ওভারে ফলো-থ্রুতে বেশি নুইয়ে যান তিনি। ফলে তার বাঁহাতের তর্জনী গিয়ে লাগে ডানপায়ের জুতার স্পাইকে। কেটে যাওয়া আঙ্গুলে করতে হয় সেলাই।


এরপর আর ম্যাচ খেলতে পারেননি তিনি। বৃহস্পতিবার সেলাই খোলা হয় তার। আঘাত পাওয়া আঙ্গুলে টেপ পেচিয়ে অনুশীলনে বোলিং করাও শুরু করেছেন তিনি। তবে আইসিসির নিয়ম অনুযায়ী, আঙ্গুলে টেপ পেঁচিয়ে ম্যাচে বোলিং নিষিদ্ধ। তাই এখনই মাঠে নামা হচ্ছে না বাঁহাতি এই পেসারের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও