কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অভিযানের পর বাড়েনি চালের দাম, তবে কমছেও না

বিডি নিউজ ২৪ ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ১৭ জুন ২০২২, ১৯:৫৯

সরকারের বিভিন্ন দপ্তরের অভিযানের পর চালের বাজারে ঊর্ধ্বগতি থামলেও গত এক মাস ধরে বাড়তে থাকা দাম এখনও কমে আসেনি।


শুক্রবারও ঢাকার খুচরা বাজারগুলোতে প্রতি কেজি সরু চাল কিনতে খরচ করতে হয়েছে ৭০ থেকে ৭৫ টাকা। মাঝারি চাল বিক্রি হয়েছে প্রতিকেজি ৫২ থেকে ৬২ টাকা এবং মোট চাল ৫০ থেকে ৫২ টাকায়।


সরকারি বিপণন সংস্থা টিসিবির বাজার পর্যবেক্ষণ বিভাগের তথ্য অনুযায়ী, শুক্রবার প্রতিকেজি ৬৪ থেকে ৭৫ টাকার মধ্যে সরু চাল বিক্রি হয়েছে। এক সপ্তাহ আগে এ ধরনের চালের সর্বোচ্চ মূল্য ছিল ৭২ টাকা। মাঝারি চাল বিক্রি হয়েছে প্রতিকেজি ৫২ থেকে ৬২ টাকার মধ্যে, এক সপ্তাহ আগে এর সর্বোচ্চ মূল্য ছিল ৫৮ টাকা। গত সপ্তাহের মতই ৪৮ থেকে ৫২ টাকার মধ্যে বিক্রি হচ্ছে মোটা চাল।


টিসিবির পরিসংখ্যান বলছে, এক মাসের ব্যবধানে সরু চালের দামে ৯ শতাংশ, মাঝারি চালে ১২ শতাংশ এবং মোটা চালে ৮ শতাংশ বেশি অর্থ গুনতে হচ্ছে। এক বছর আগের তুলনায় দাম বেড়েছে সরু চাল ১৩ শতাংশ, মাঝারি চাল ৮ শতাংশ এবং মোট চাল ৯ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও